তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে স্টেশনারী দোকান থেকে বিরল প্রজাতীর একটি লাল গিরগিটি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে স্থানীয় জঙ্গলে অবমুক্ত করেন।
উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়কস্থ এমদাদুর রহমান মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানের ওয়াদিয়াল ভেরাইটিজ স্টোরের মালিক নিজুল আহমদ বলেন, ‘দুপুর ১২টায় দিকে দোকানের ভিতরে তক্কক জাতীয় একটি প্রাণি দেখতে পাই। কিছুক্ষণ পরে দোকানে আসা কয়েকজন সাংবাদিককে বিষয়টি বললে তারা স্থানীয় বনবিভাগে খবর দেন। পরে বন বিভাগের লোক এসে ঘটনাস্থল হতে সেটা ধরে নিয়ে যান’।
প্রাণিটি উদ্ধার করতে আসা সিলেট বনবিভাগের জুড়ী রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড মো. জয়নাল বলেন, প্রাণিটি তক্কক নয়। এটি বিরল প্রজাতীর লাল গিরগিটি। এ প্রাণি জঙ্গলে থাকে, পোকা মাকড় খায়। খাবারের সন্ধানে এটিসহ বহু বন্য প্রাণি বস্থির দিকে ছড়িয়ে পড়ছে। খাবারের অভাবে প্রায়শই বনের প্রানী জনবহুল এলাকায় চলে আসতে দেখা যায়।