বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে সর্বাধুনিক ১৫টি নতুন প্লেন যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
শনিবার রাজধানীতে বিমানের প্রধান কার্যালয় বলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট বৃদ্ধির মাধ্যমে বিমানের অপারেশনের পরিধি বাড়ানো হচ্ছে।
বিশ্বে কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি এভিয়েশন ও পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব এয়ারলাইন্স একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে। বিমানও এর বাইরে নয়। সেই সময় দেশে দেশে বিভিন্ন এয়ারলাইন্স তাদের কর্মী ছাঁটাই করেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার কারণে বিমানের একজন কর্মীকেও চাকরি হারাতে হয়নি।
মো. মাহবুব আলী আরও বলেন, দেশ প্রেমিক বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে মুক্তির সংগ্রামের মাধ্যমে অর্জিত মূল্যবোধ আমাদের উন্নয়নের মূলমন্ত্র। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ে তোলা। জাতির পিতার অসমাপ্ত কাজ আজ বাস্তবায়িত হচ্ছে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।