অনলাইন ডেস্কঃ এক সিট খালি রেখে লোক বসানোর কথা থাকলেও তা মানছে না বিমান।
গতকাল সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ বিমানের ০৪৭ ফ্লাইটে করে দুবাই আসে প্রায় ৩০০ এর অধিক যাত্রী। যাত্রীদের বসার ক্ষেত্রে আলাদা কোন নিয়ম ছিল না বলে অভিযোগ উঠেছে। সাজন সাজু নামের এক যাত্রী দুবাই ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস লিখেন। বাংলা এক্সপ্রেসের পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হল,
আলহামদুলিল্লাহ গতকাল সুস্থ অবস্থায় দুবাই পৌঁছেছি।
বাংলাদেশ বিমানবন্দর এবং বাংলাদেশ বিমানের বিড়ম্বনা বাদ দিলে যাত্রা সুন্দর ছিলো।
দুবাই বিমানবন্দরের সুশৃঙ্খল ব্যবস্থা দেখে বুঝলাম আমাদের দেশের সিস্টেমে অদক্ষতা আর মুনাফা লোভীদের দৌরাত্ম বেশি।
তিনগুন বেশি ভাড়া নিয়েও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
যাত্রীদের বসার ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব মানার কথা সেটাও মানা হচ্ছেনা, অধিক মুনাফার জন্য আগের মতোই বিমান ভর্তি করে লোক আনা হচ্ছে, মধ্যখানে প্রবাসীদের রক্ত ভেজা ঘামের টাকা গলায় ছুড়ি লাগিয়ে আদায় করছে কর্তৃপক্ষ।
অধিকাংশ প্রবাসী নিরুপায় হয়ে চুপচাপ টাকা গুনছেন, আমার মতো যারা প্রতিবাদ করছেন তারা হয়তো একটু বাড়তি সুবিধা আদায় করতে পারছেন।বাকিরা সবাই ভুক্তভোগী।
প্রতিবাদের মুখে বিমান কর্তৃপক্ষ আমাকে সোশ্যাল ডিস্টেন্স মেনে আলাদা সিট দিতে বাধ্য হয় অন্যরা গাদাগাদি করেই চুপচাপ আসতে হলো।
অবাক হলাম এতোগুলো মানুষ অথচ কেউ টুশব্দটি করলো না, যা চাপিয়ে দেওয়া হচ্ছে তাই মেনে নিচ্ছে মানুষ তাইতো অপরাধীরা পাড় পাচ্ছে,বাড়ছে অপরাধ প্রবণতা আর চুরের সংখ্যা,দেশটা লুটেপুটে খাচ্ছে একশ্রেণীর মুনাফা লোভীর দল।