বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস মার্কেটিং বিভাগের পরিচালক আশরাফুল আলম, কার্গোর জিএম আরিফ উল্লাহসহ ১০ জনের বিদেশযাত্রায় দুর্নীতি দমন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার পুলিশের ইমিগ্রেশন বিভাগে চিঠি দেয় সংস্থাটি।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকি আটজন হলেন- বিমানের কার্গো শাখার সাবেক মহাব্যবস্থাপক আলী আহসান, মহাব্যবস্থাপক শামসুল করিম, নীলফামারীর জেলা ব্যবস্থাপক মুহাম্মদ আসলাম পারভেজ, কমার্শিয়াল সুপারভাইজার প্রমিতোষ তালুকদার, কমার্শিয়াল অফিসার রিয়াদ সোলেমান, কমার্শিয়াল সুপারভাইজার কক্সবাজার জিয়াউদ্দীন খান ঠাকুর, যুক্তরাজ্যের সাবেক কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম ও সিলেটের জেলা ব্যবস্থাপক এনায়েত হোসেন।
২০১৯ সালের ৩ ডিসেম্বর এদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক আতাউর রহমান। মামলায় তাদের বিরুদ্ধে বিমানের কার্গো শাখা থেকে ১১৮ কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়।