বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক যাহিদ হোসেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের এ অতিরিক্ত সচিবকে বিমানের নতুন এমডি করে আদেশ জারি করেছে। তিনি বর্তমান এমডি আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক হিসেবে যাহিদ হোসেন একই সঙ্গে প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট এবং মার্কেটিং ও সেলসের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছিলেন। ২০২১ সাল থেকে বিমানের এমডির দায়িত্ব পালন করে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হজ পালনে সৌদি আরবে আছেন আবু সালেহ মোস্তফা কামাল। আগামী সোমবার তিনি দেশে ফিরবেন এবং বিমানের নতুন এমডি যাহিদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
এ ব্যাপারে যাহিদ হোসেন সমকালকে বলেন, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে বিমানের এমডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখনও দায়িত্ব বুঝে নেননি। সরকারের দেওয়া এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিমানকে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।