রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। মন্ত্রিপরিষদের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে তিনি কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে বিমানের এমডি ও সিইও ছিলেন সরকারে অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন। তাকে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) দায়িত্ব থেকে বিমানে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৯ সালের মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এমডি, সিইও পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১২ জন বিদেশিসহ প্রায় ৭০ জন প্রার্থী এই পদের জন্য আবেদনপত্র জমা দেন। তবে আবেদনকারীদের মধ্য থেকে কাউকে চূড়ান্ত করতে পারেনি বিমান পরিচালনা পর্ষদ। ৩ সেপ্টেম্বর বোর্ড সভায় বিমানের পরিচালনা পর্ষদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে এমডি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাধ্যমে জনপ্রশাসনে এ প্রস্তাব পাঠানো হলে প্রজ্ঞাপন জারি হয়।