
গুয়াতেমালা থেকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটের ‘হুইল কূপে’ এক ব্যক্তিকে পাওয়া গেছে। তিনি কোনো গুরুতর আঘাত ছাড়াই আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ভ্রমণ করেন।
সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্কাই নিউজে। প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিটিকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল বলেছে, ২৬ বছর বয়সী এক যুবক গুয়াতেমালা সিটি থেকে মিয়ামি পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার যাত্রাপথ তিনি ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টেই পাড়ি দেন। পরে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল তাকে আটক করে এবং হাসপাতালে ভর্তি করে।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাটিতে বসে আছেন। এ সময় বিমানবন্দরের কর্মীদের তাকে সাহায্য করতে এবং পানি দিতে দেখা যায়।
Drop your comments: