রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোসলেম মিয়া ওরফে আবু মুসা (৫৩) নামে দুবাইগামী এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে একটি ফ্লাইটে ওই যাত্রীর দুবাই যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত মোসলেম মিয়ার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
মোসলেম মিয়ার শ্যালক শাহাদাত হোসেন জানান, তিনি গত ১০ বছর ধরে দুবাই প্রবাসী। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসে করোনার কারণে আটকে পড়েছিলেন। সোমবার ওই ফ্লাইটে দুবাই ফেরার কথা ছিল তার। তিনি দুই ছেলে-মেয়ের জনক।
বিমান বন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা ফখরুল আলম জানান, বোডিং পাস নেওয়ার আগেই তিনি মাথা ঘুরে পড়ে যান। স্বাস্থ্য কর্মকর্তা পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শাহরিয়ায় সাজ্জাদ জানান, আমরা ধারণা করছি, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।