কয়েক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বিমান চলাচলে দেয়া হবে ডিজিটাল করোনা ট্রাভেল পাস।ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) বলেছে, এই পাস হলো একটি অ্যাপ, যা দিয়ে জানা যাবে কোনে একটি দেশে প্রবেশ করতে হলে একজন যাত্রী কোভিড-১৯ বা করোনার পরীক্ষা করিয়েছেন কিনা বা টিকা নেয়ার প্রয়োজন আছে কিনা- তা যাচাই করা হবে।
এসব বিষয় অনুমোদিত কোনো কর্তৃপক্ষ পরিচালনা করছে কিনা তাও যাচাই করা হবে। বিমান সংস্থার আন্তর্জাতিক এই সংগঠন দেখছে, বিমান চলাচল পুনরায় চালু করার জন্য এই পাস অত্যাবশ্যক হতে পারে। কারণ, অনেক দেশে এখনও কঠোর বিধিনিষেধ এবং কোয়ারেন্টিন নিয়ম চালু আছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
আইএটিএ’র আঞ্চলিক পরিচালক বিনুপ গোয়েল বলেছেন, মূল ইস্যুটি হলো আত্মবিশ্বাস। যাত্রীদের আত্মবিশ্বাস থাকতে হবে যে, তাদের যে পরীক্ষা করানো হয়েছে তা যথার্থ এবং যে দেশে তারা প্রবেশ করবেন সেখানে তাদের প্রবেশের অনুমোদন দেয়া হয়েছে।