বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহনের প্রস্তাব দিয়েছে চীন। অর্থনৈতিক কার্যক্রম সচল করে দেয়ায় নতুন করে করোনা ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে করোনার উচ্চঝুঁকিতে থাকা এসব কর্মীকে ভ্যাকসিনটি দেয়া হবে।
চীনের তৈরি করোনার সম্ভাব্য চারটি ভ্যাকসিন এখন হিউম্যান ট্রায়ালের শেষ ধাপে রয়েছে।
মানুষের মধ্যে রোগটি প্রতিরোধে সক্ষম করে তুলতে গত জুলাইয়ে সীমান্ত পরিদর্শক, সামরিক বাহিনী ও মেডিকেল খাতের কর্মীদের জন্য দেশটির সরকার করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
চীনা কর্তৃপক্ষের ওই নোটিশে দেখা যাচ্ছে, চীনের বিমান সংস্থাগুলোর, বিমানবন্দর, বিমান জ্বালানি খাত এবং ট্রাভেলস্কাই টেকনোলোজিস লিমিটেডের ফ্রন্টলাইন কর্মীদেরকে স্বেচ্ছাভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
Drop your comments: