রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।
মঙ্গলবার দেশের বিভাগগুলোতে সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা।
দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
তারা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আছে পুলিশের একাধিক টিম।
খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত বুধবার বিএনপির যৌথসভা শেষে আটদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে একই দাবিতে গণঅনশন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছে দলটি।
আজ সারাদেশে সমাবেশ কর্মসূচি ছাড়াও বুধবার মহিলা দলের উদ্যোগে মৌন মিছিল, বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন, শুক্রবার কৃষক দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সমাবেশ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।