প্রতিদিন বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সাথে তামাশা করছে সরকার। এমন মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জি এম কাদের বলেন, বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনো লাভ হবে না বলেও জানান তিনি।
সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ড নাশকতার সাথে সম্পর্কিত বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- সাংবাদিকদের এমন এক মন্তব্যের জবাবে এ সময় জি এম কাদের বলেন, অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। দোষারোপের রাজনীতি না করে ঘটনার সঠিক তদন্তের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, রেডিও, টেলিভিশন খুললেই দেখা যায়, বিদ্যুতে প্রতিদিন রেকর্ড উৎপাদন হচ্ছে। উৎপাদনে যদি রেকর্ডই হয় তবে লোডশেডিং হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় বিদ্যুতের জন্য মানুষ মারামারি করছে কেন? আর রেকর্ড যদি হয় তবে তা প্রতিদিন প্রচার করারই বা কী আছে? আমরা প্রতিদিন রেকর্ড করতে থাকবো! এসব তামাশা বন্ধ করা উচিত।