![InShot_20220323_173356515](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/03/InShot_20220323_173356515-scaled.jpg)
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ১০০টি গাড়ি হস্তান্তর করেছে সরকারি যানবাহন অধিদফতর।
বুধবার (২৩ মার্চ ) বিকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দফতরের পরিবহন কমিশনার মো: আবদুস সাত্তার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র হাতে গাড়ির প্রতীকী চাবি হস্তান্তর করেন।
গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এতে আরো বক্তব্য রাখেন বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহীদুল আলম ও পরিবহন পুলের কমিশনার ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, যেকোনো মানুষকে দক্ষ করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। সরকার আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মন্ত্রী বলেন, সারাবিশ্বে দক্ষ ড্রাইভারের চাহিদা রয়েছে। আমার জানামতে, যুক্তরাষ্ট্র, কানাডা ড্রাইভার খুঁজছে। তবে সেটা লং ট্রাকের। আমাদের পরিকল্পনা আছে যে আমরা লং ট্রাকেরও ব্যবস্থা করবো। দেশের ভেতরেও অনেক ড্রাইভারের প্রশিক্ষণের প্রয়োজন আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকে আমরা যে ১০০টি গাড়ি পেয়েছি তার ফলাফল আগামী এক বছরের মধ্যে দেখা যাবে।