বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, দিন দিন প্রতিটি দেশে যেতে টিকার সনদ বাধ্যতামূলক হচ্ছে। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা না দিলে এক সময় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, সরকার বিদেশগামী কর্মীদের ২৫ হাজার টাকা করে প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু আমাদের দাবি প্রণোদনা না দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করা হোক।
সরকার চাইলে সৌদি আরব অথবা এমন টিকা দাতাসংস্থাগুলো যেখানে বাংলাদেশি কর্মী যায় তাদের থেকে টিকার ব্যবস্থা করতে পারে।
Drop your comments: