মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অজিত হয়েছিল।
এক ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে লক্ষ্যে কাজও শুরু করেছিলেন। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় প্রতিটি সূচকে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে সকলের সহযোগিতার পাশাপাশি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন দরকার।
Drop your comments: