December 12, 2024, 1:28 am
সর্বশেষ:
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি বান্দরবানে ডাকাত আতংকে নিরাপত্তাহীনতায় সাধারণ জনগণ চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী মহিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি চুয়াডাঙ্গায় বিদেশি মদ ও ফেন্সিডিলসহ একজন আটক

বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Last update: Wednesday, December 11, 2024

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। শীত জেঁকে বসার সাথে সাথেই দেশে দেশে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা। প্রতিবছর শীত এলেই আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠে এই আনন্দময় খেলায়। প্রবাসীরা ব্যস্ততার মাঝেও শরীর চর্চা ও মানসিক প্রশান্তির উদ্দেশ্যে খেলেন এ খেলা।

সেই ধারাবাহিকতায় মহান বিজয়ের মাস উপলক্ষে আমিরাতের আজমানে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় ৯ম আসর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। র‍্যাকেটে বাড়ি খেয়ে শাটল কর্কের ছুটে যাওয়ার শব্দে মুখরিত হয় চারপাশ ও আনন্দিত হোন দর্শকরা৷ খেলাকে ঘিরে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় টান টান উত্তেজনা। স্ম্যাশ, নো..সার্ভিস, লস্ট, সাইড চেঞ্জ, গেম বল, কোর্ট থেকে ভেসে আসে চিৎকার। তৈরি হয় এক অন্যরকম মূহুর্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও আফতাবচ এবং জাহাঙ্গীর আলম রুপুর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, প্রথম সচিব প্রেস আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেইন, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ, ইব্রাহিম আফলাতুন সিআইপি, ইয়াকুব সুনিক , মোস্তফা মাহমুদ, মোরশেদুল ইসলাম সিআইপি , মুহাম্মদ শাহাদাত হোসেন, হাজি আব্দুর রব, আহমদ নূর সিআইপি, ইঞ্জিনিয়ার করিমুল হক, এনামুল হক, শেখ হুসাইন ,সালেহ আহমদ সিআইপি, শেখ সেলিম প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

টুর্নামেন্ট সার্বিক সহযোগিতায় ছিলেন-বিবিজির নাহিদুজ্জামান নাছির, মানিক, জাবেদ,
মাছুম, সুমন, জামসেদ, ফিরোজ, নুর ও ফারুক।

উক্ত খেলায় লেভেল -এ চ্যাম্পিয়ন তুহিন সৌরভ জুটি, রানার্সআপ শুভ-তানিম জুটি।
বি লেভেলে চ্যাম্পিয়ন ইয়াসিন-হানিফ জুটি, রানার্সআপ নূর-নাসির জুটি।
লেভেল- সি ইসমাইল-মনির জুটি ও রানার্সআপ জাহাঙ্গীর-মঞ্জু জুটি৷

খেলা দেখতে আসা উৎসুক প্রবাসী দর্শকেরা প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC