শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও তারা অপরাজনীতি করে। তারা মানুষ হত্যাসহ সব অপরাধের সঙ্গে জড়িত।
শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নতুন বছরেও সঠিক সময়ে বই পাবে। বইগুলো মুদ্রণের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে তাহলে তা সংশোধন করার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব সময় নেতিবাচক ভূমিকায় থাকে। একদিকে তারা বলছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না।
অপরদিকে আমরা দেখছি সব জায়গায় তারা প্রার্থী দিচ্ছে।
Drop your comments: