তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণসমাবেশ কেন্দ্র করে বিএনপি যেভাবে সন্ত্রাস নৈরাজ্য করতে চেয়েছিল, সেটি তারা করতে পারেনি। তবে বিশৃঙ্খলা করেছে, মোটরসাইকেলে আগুন দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এসব কাজে প্রমাণিত হয় তারা সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করতে পারেনি। এই পথ থেকে বিএনপি যতদিনে বের হতে না পারবে, ততদিনে তাদের মঙ্গল হবে না।
রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সমাবেশের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে গিয়ে নিজেরাই পদত্যাগ করেছে।
এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কোনো ক্ষতি হবে না। এই পদত্যাগের ফলে বিএনপির ক্ষতি হবে। সাত সংসদ সদস্য পদত্যাগ করায় এখানে নিয়মানুযায়ী উপনির্বাচন হবে। এতে বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে।
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনে বিএনপির সারাদেশে গণমেছিল ডাকা দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই জেষ্ঠ্য নেতা।
তথ্যমন্ত্রী বলেন, সমাবেশে ১০ লাখ মানুষের ঘোষণা দিয়ে একটি গরুর হাটে সমাবেশ করেছে বিএনপি, যেখানে ১০ থেকে ২০ হাজার মানুষের বেশি ধরে না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের নানা কথাবার্তায় সরকার কোনো চাপ মনে করছে না জানিয়ে তিনি বলেন, কূটনীতিকরা আওয়ামী লীগকে সরকারে বসায়নি। কূটনীতিকদের জেনেভা কনভেনশন মেনেই কথা বলা উচিত।