বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কি। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে উপস্থিত ছিলেন পলিটিকাল এডভাইজার শেরনিল কবির।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে জার্মান দূতাবাসের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয় আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়েছিলেন, আমরা তা অবহিত করেছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে যে, কীভাবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন করা যায়।
আমির খসরু আরও বলেন, বিএনপি জানিয়েছে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। ভোট চুরির আরেকটি প্রকল্প ছাড়া কিছুই হবে না। সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন্ প্রক্রিয়ায় হবে, তা আমাদের ঠিক করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক সম্ভব নয়; এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।