ইসি গঠনের নতুন আইনকে আগামী নির্বাচনে কারচুপির মাস্টারপ্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিএনপি দিবালোকের ভোটে বিশ্বাস করে আর আওয়ামী লীগ বিশ্বাস করে রাতের ভোটে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে কৃষকদলের সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরও বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের পছন্দের লোক নেয়ার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আরও একটি নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার।
জনগণের প্রতিবাদ বিস্ফোরণে সরকার টিকে থাকেতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
Drop your comments: