বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঞ্চল্যকর ইমন বড়ুয়া হত্যা মামলার আসামীরা এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে মামলাটিকে রাজনৈতিক মামলা দাবি করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে। সংবাদ সন্মেলনে এমন অভিযোগ করছে নিহতের পরিবার।
২৬ জানুয়ারী (রোববার) সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন নিহতের পরিবার। এসময় ছেলে হত্যার বিচার চেয়ে মা পুতুল রাণী বড়ুয়া কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সালের ২৪ এপ্রিল ১৮ কানি ভূমি বিরোধকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মংজয় পাড়ায় আওয়ামী লীগের দোসর, সাবেক ইউপি চেয়ারম্যান দীপক বড়ুয়া, সমিরণ বড়ুয়া, বাবুল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া শিবু, রুপন বডুয়া, শাহজাহান, মোঃ করিম রেমিটেন্স যোদ্ধা ইমন বড়ুয়াকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর একই বছরের ২৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন নিহতের বোন ত্বান্নী বড়ুয়া।
আরো বলেন, মামলার তদন্তে আসামীদের বিরুদ্ধে ইমন বড়ুয়াকে হত্যার অভিযোগের সত্যতা পাওয়ায় আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল হয়। বর্তমানে বিজ্ঞ দায়রা জজ এর আদালত, বান্দরবান এ সাক্ষ্যের শেষ পর্যায়ে বিচারাধীন রয়েছে। এ যাবত মামলায় মোট ১২ জন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। উক্ত সাক্ষীরা আসামীদের বিরুদ্ধে কুপিয়ে ও গুরুতর আহত করে নৃশংসভাবে হত্যার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
অত্যন্ত পরিতাপের বিষয় যে,মামলার শেষ পর্যায়ে এসে সম্পূর্ণ অনাকাংখিত ভাবে উক্ত আসামীরা মামলাটিকে রাজনৈতিক মামলা হিসেবে দাবী করে তা প্রশাসনের কাছে প্রত্যাহারের আবেদন করেছে। হত্যা মামলা কোনক্রমেই রাজনৈতিক মামলা নয়। আসামীরা সবাই দলীয় ভাবে আওয়ামী লীগের নেতা হলেও বর্তমানে নিজেদের বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত দাবী করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। নিহতের মা পুতুল রাণী আরো বলেন, মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করা হলে সত্য, ন্যায় ও মানবতা ভুলুষ্ঠিত হবে, হত্যাকান্ডের শিকার ও আমাদের পরিবার ন্যায় বিচার পাওয়া হতে বেআইনি ও নিষ্ঠুরভাবে বঞ্চিত হবে। মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়।
এসময় নিহতের মা পুতুল রাণী বড়ুয়া, নিহতের বোন পুষণ বড়ুয়া, ভাই প্রিভেল বড়ুয়া ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।