ভোলায় বিএনপির ঘোষিত কর্মসূচি ঠেকাতে সন্ত্রাসবিরোধী বৈঠা ও লাঠি মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
মিছিলের শুরুতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, দলের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, যুবলীগ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি রাইযান আহমেদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল জেলা অফিসের চত্বরে জমায়েত হয়।
অন্যদিকে বিএনপি কার্যালয়ে বিএনপির সমাবেশের আহ্বান করলেও আওয়ামী লীগের মিছিল বের হলে বিএনপিকর্মীরা সরে যায়। পরে ফের জড়ো হওয়ার চেষ্টা করে।