বিএনপির সময়ে রাষ্ট্রীয় ও দলীয়ভাবে ধর্ষণের পৃষ্ঠপোষকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ার কারণে ২০০১ সালে গ্রামে গ্রামে গিয়ে ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কারো বিরুদ্ধে তখনকার বিএনপির সরকার ব্যবস্থা নেয়নি। বরং পৃষ্ঠপোষকতা করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ধর্ষণকারীদের প্রশ্রয় দিচ্ছে না। অভিযোগ পেলেই দলীয় পরিচয় আমলে না নিয়ে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করছে।
Drop your comments: