ঢাকা কোর্টে বিএনপিপন্থি আইনজীবীরা পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা বারের সামনে এ ঘটনা ঘটে।
তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা কোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা। আজ তাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন।
এ সময় পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান।
লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে কোর্ট পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Drop your comments: