পূর্বঘোষিত আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আগামী শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল করতে পারবে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি, সেজন্য তাদের সহযোগিতা চেয়েছি।
গণমিছিলের অনুমতির বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দপ্তরে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে তরা ডিএমপি কার্যালয় থেকে বের হন।
বিএনপির ১০ দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণমিছিল। সেই গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায় সেজন্য বিএনপির রুট নিয়ে ডিএমপির সঙ্গে আলোচনা হয়েছে। গণমিছিল সফল ও সার্থক করা এখন বিএনপির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। গণমিছিল নয়াপল্টন থেকেই শুরু হবে।