অবশেষে বাৎসরিক জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। খবর রয়টার্সের।
সোমবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্টে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। চলতি বছর ২০ জুলাই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার মেয়াদের প্রথম বাজেট।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।
বাজেট ঘোষণার শুরুতেই বিক্রমাসিংহে বলেন, আইএমএফ শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল দেখতে আগ্রহী। ফলে, আইএমএফের নির্দেশনার ভিত্তিতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য, ২০২৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শ্রীলঙ্কায় ৩০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনা।
উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কা প্রায় সম্পূর্ণভাবে আইএমএফের ঋণের টাকায় চলছে। সোমবারের বাজেট বক্তৃতায় বিক্রমাসিংহে বলেছেন, আগামী ২০২৩ সাল শেষ হওয়ার আগেই এ ঋণের উল্লেখযোগ্য অংশ পরিশোধ করতে চায় তার সরকার।