সৈয়দ মামুন হোসেন, বাহরাইনঃ বাহরাইনে করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করতে “বন্ধু সপ্তাহ” কার্যক্রম চালু করলো বাংলাদেশ সোসাইটি এবং তরুণদের সংগঠন ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল সোসাইটি “YESS”।
গত মঙ্গলবার (১৬ জুন) বাহরাইনের রাজধানী মানামায়
বাংলাদেশ সোসাইটির সঙ্গে YESS ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে। এসময় সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদের উপস্থাপনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘Yess’ এর চেয়ারম্যান মোরশেদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্ত, নয়ন ভূইয়া, আবুল বাশার, ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল সোসাইটির হয়ে উপস্থিত ছিলেন YESS এর চেয়ারম্যান মোরশেদুল ইসলাম, নাজিম,বেলাল, ইসলাম,জিল্লুর রহমান অনেকে।
এসময় দুই সংগঠনের নেতৃবৃন্দরা সকল বিপর্যয়ে প্রবাসীদের পাশে থাকার ঘোষণা দেন। দূতাবাস কিংবা সকল বৈধ সংগঠনের কার্যক্রমে অংশ গ্রহণ করার কথাও জানান।