রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে ফেলে ১০ বছরের মেয়ে শিশুকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে র্যা ব। শুক্রবার দিনগত রাতে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৯ নভেম্বর কুড়িল প্রগতি সরণিতে রাইদা পরিবহণের একটি চলন্ত বাস থেকে পড়ে শিশুটি মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সকাল সাড়ে ৭টায় বাস থেকে মেয়েটিকে ফেলে দিতে দেখেছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
Drop your comments: