তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাসের ধাক্কায় রায়না বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের রহমান সিএনজি পাম্প এর সম্মুখে এ ঘটনাটি ঘটে।
রায়না বেগম (৩৫) হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার বাসিন্দা জুনেদ মিয়ার স্ত্রী। রায়না বেগম মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের আব্দুল মুকিত মিয়া (ভাই) এর বাড়িতে থাকেন।
রায়না বেগমের ভাই মুকিত মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, রায়না সকালে আমার বাড়ি থেকে ডাক্তার দেখাতে শহরের এসে ছিল শহরের কুসুমভাগ এলাকায় রাস্তা পারাপারে গিয়েছিল, সে সময় একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং এখন ও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।