বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নাজমুল হাসান। তিনি এর আগে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার ( ১০ মে) বিকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় থানার পরিদর্শক তদন্ত সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নবাগত ওসি মোহাম্মদ নাজমুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
জানা যায়, ওসি মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স মাস্টার্স শিক্ষা জীবন সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জে। বৈবাহিক জীবনে তিনি ২ মেয়ের জনক।
মোহাম্মদ নাজমুল হাসান জানান, তিনি বালাগঞ্জে মাদক সন্ত্রাসসহ সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।
Drop your comments: