
জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: স্পেনের বার্সেলোনায় উৎসবমোহর পরিবেশে (২১ অগাষ্ট ) রবিবার বার্সেলোনায় একমাত্র বাংলা
স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্টিত হয়েছে।সকাল ১০টা ১ মিনিট এর সময় দুইটি বাস একযোগে অভিবাবক সমেত ছোট্ট সোনা মনিদের নিয়ে শিক্ষক ও স্কুল কমিটির নেতৃবৃন্দ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা পথে দোয়া ও কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম। এক ঘন্টা পর দুটি গাড়ী একসাথে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্ক নাতুরাল দেল মুন্তনেগরে ই কোরেদর এ পৌছেন । স্কুল কমিটির নেতৃবন্দসহ শিক্ষকদের সুশৃংখল পরিচালনায় ছাত্র অতিথি অভিভাবক সমন্বয়ে গান কবিতা কৌতুক আনন্দে মুখরিত করে রাখেন সফরের ক্লান্তি পথ।
গন্তব্যে পৌছার পর নাস্তা পর্ব শেষ হতেই একেক পর্বে আনন্দ মাত্রা যোগ হতে থাকে।স্কুলের কোমলমতি শিশু অতিথি ও অভিভাবকদের বিভিন্ন ইভেন্টে আনন্দ ঘন ও শিক্ষণীয় খেলা ধুলার আয়োজন করা হয়।দৌড় ,মার্বেল ,সুইসুতা ,অংক প্রতিযোগিতা চোখে পড়ার মত। খেলা ধুলা পর্ব শেষ হতেই মধ্যাহ্ন ভোজের সুশৃংখল আয়োজন। সাবরিনা কিচেন এর বিরিয়ানী, চিকেন রোষ্ট সহ খাবারের নানা আয়োজন সকলেই যেন শিক্ষা সফরের ভোজন পর্বে তৃপ্তির ডেকুর তুলে।
প্রতিমধ্যে সভাপতি তার বক্তব্যে পাঠদানে বাংলা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূয়সী প্রসংশা করেন।তিনি আরও বলেন বাংলা স্কুল বাংলা ভাষাভাষী ছাত্র ছাত্রীদের জন্য বার্সেলোনার সবছেয়ে প্রথিতযশা প্রথম স্কুল।অনেক কষ্ট ও অবৈতনিক শ্রমের ফসল আজকের এই বাংলা স্কুল।
বিকাল ৪টায় পুরুষ্কার বিতরন অনুষ্টান শুরু হয়।প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরুষ্কার প্রদান সহ গুনিজনদের সৌজন্য পুরুষ্কার প্রদান করা হয়।শেষে অনাকাঙ্কিত বৃষ্টির কারনে সবাই তড়িঘড়ি করে গন্তব্য বাহনে উঠেন।
বার্ষিক শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বাংলা স্কুল কমিটির সভাপতি আওয়াল ইসলাম,সাধারন সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম,মাসুদা পারভিন,সামসুজামাল পাহেল,লামিয়া নাজনিন,জেরিকো স্পন্দন,সাবরিন জাহান।
আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলাউদ্দিন হক নেছা,শাহ আলম স্বাধীন,নজরুল ইসলাম, জাহানারা সিদ্দিকা জানু,শফিক খান,মিরন নাজমুল,জাফর হোসেন,
আবুল কাশেম সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।
শিলা বৃষ্টির রসিকতায় ১ঘন্টা ৩০ মিনিট
আগে ফিরে আসার পথে যাত্রা শুরু করলেও পিকনিক
আনন্দের কোন কমতিই যেন ছিল না। ফিরে আসার পথে নজরুল ইসলাম ও শাহ আলম স্বাধীন স্কুলের উন্নয়নে বাংলা ভাসাবাসী সকলের সহযোগীতা কামনা করেন।