বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ এপ্রিল) ২টা ৫৩ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমাদের কাছে খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।
Drop your comments: