জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বেলা ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জাহিনুল ইসলাম।
এর আগে সকাল ৭টায় প্রথম, সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রথম জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক।
সকাল থেকেই কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় মুসল্লিদের।
অন্যদিকে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।