ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৪৫) নামের পুলিশের এসআইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে। শরিফুল ডিএমপিতে এসআই কর্মরত ছিলেন। তার বাবা নজরুল ইসলামও অবসরপ্রাপ্ত আরআই (রিজার্ভ ইন্সপেক্টর)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত আরআই (রিজার্ভ ইন্সপেক্টর) নজরুল ইসলামের বড় ছেলে ঢাকা ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই)। বাবা দীর্ঘদিন ধরে বার্ধকজনিত কারণে অসুস্থ ছিলেন। বাবাকে দেখতে বড় ছেলে শরিফুল ইসলাম পাঁচ দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে রওনা হন। বিকেলে সাড়ে ৪টায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন শরিফুল। ছেলের মৃত্যুর কথা শুনে বাবা রাত পৌনে ৮টার দিকে মারা যান।
স্থানীয় কাউন্সিলর এনায়েত হোসেন জানান, ‘বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে’। শরিফুলের মরদেহ রাতে বাড়িতে আনা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পৌরসভার মিঠাপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের লাশ মিঠাপুর কবস্থানে দাফন করা হয়।