![sss](https://banglaexpressonline.com/wp-content/uploads/2025/02/sss-1024x461.jpg)
বাসুদেব বিশ্বাস, বান্দরবানে: ম্যারাথন ভিত্তিক প্রথম পেশাদার রানিং কমিউনিটি বান্দরবান হিল রানার্স এর টিম জার্সি উন্মোচন করলেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে হিল রানার্স কমিউনিটি এর টিম জার্সি উন্মোচন করা হয়।
বান্দরবান হিল রানার্স এর প্রধান উপদেষ্টা ও বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল),প্রতিষ্ঠাতা জোবায়ের হোসেন,দলনেতা মো.আব্দুল্লাহ্ আল নোমানসহ কমিউনিটির ছয় সদস্য এসময় উপস্থিত ছিলেন।এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,একমাত্র খেলাধুলাই পারবে আমাদের নতুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে।ক্রীড়া কে এগিয়ে নিতে বান্দরবান সদর উপজেলা প্রশাসন অতীতের ন্যায় আগামীতেও আন্তরিকভাবে সহযোগিতা করবে।এছাড়াও তিনি এসময় বান্দরবান হিল রানার্স সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে আহবান জানান।এসময় বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।উল্লেখ্য, বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি গত রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করেন।