November 7, 2024, 7:32 am
সর্বশেষ:

বান্দরবানে ৭ নভেম্বর উন্মুক্ত হচ্ছে পর্যটনের দুয়ার

  • Last update: Wednesday, November 6, 2024

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণ উন্মুক্ত হচ্ছে বলে জানালেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় জেলা প্রশাসক বলেন, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণ উন্মুক্ত হচ্ছে, প্রথম পর্যায়ে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।

এসময় তিনি আরো জানান পরবর্তীতে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বর্তমানে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমনের নিরাপত্তায় কিছুটা সমস্যা থাকায় সেগুলো বন্ধ থাকবে তবে পরবর্তীতে ওই এলাকার পরিস্থিতি উন্নতি হলে সে উপজেলাগুলোতেও পর্যটকেরা ভ্রমনের সুযোগ পাবে। এসময় তিনি পর্যটকদের বান্দরবান ভ্রমনের আহবান জানান এবং দেশী বিদেশী পর্যটকদের নিরাপত্তায় আরো বাড়তি সর্তকর্তা নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন মো.আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা,পর্যটন ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ৬অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ৮অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণে বিরত থাকার নিদের্শনা দেয় জেলা প্রশাসক আর এই নিদের্শনার পরপরই বান্দরবানে পর্যটক ভ্রমণ কমে যায় আর এতে জেলার ৭উপজেলার হোটেল-মোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, বেকার হয়ে পড়ে এই শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC