বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর (রবিবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
সভায় স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলার বাস্তবতাকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অত্যাধুনিক পাওয়ার গ্রিড, গ্রিন ইকোনমি, দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং পেশাকে স্বীকৃতি প্রদান এবং নগর উন্নয়নে কাজ করছে। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে একটি কনসেপ্ট পেপার উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (আইসিটি শাখা) মো. নবাব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, দেশের মানুষের জীবন এবং টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনী পদ্ধতির ব্যবহার করা। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হলো বাংলাদেশকে ডিজিটালি সক্ষম এবং আরও টেকসই দেশ হিসেবে গড়ে তোলা, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা, দেশের চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করা এবং টেকসই, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। এসময় তিনি আরো বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার মূল ভিত্তি হিসেবে কাজ করবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ।
সভায় আলোচকরা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের সুফল এখনই দেশের মানুষ পেতে শুরু করেছে।