বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন অতিরক্ত জেলা প্রশাসক এস এম হাসান ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মুজিবুর রশিদ, ক্রীড়াবিদ ও সংগঠক তাহের টিপু, সম্পদ বড়ুয়া, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল , রাহুল বিশ্বাস, মোঃ মাহফুজুর রশিদ বাচ্চু, হেলালুর রশিদ, রানা দাশ, ইমতিয়াজ উদ্দিন আজাদ, তপন, মো. সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । এবারের টুর্নামেন্টে বান্দরবান জেলার ৪টি শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর খেলা অনুষ্টিত হয়। প্রথম খেলায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে ,আর বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ১৬৭ রানে জয়লাভ করে। আগামী ১৪ ফেব্রুয়ারি চুড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার প্রদান শেষে এবাবের টুর্ণামেন্টর সফল সমাপ্ত হবে।