বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) প্রকল্পের নিবন্ধীত শিশুদের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় বান্দরবানের উজানীপাড়াস্থ সিডিসির কার্যালয়ের হলরুমে এই বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধীত শিশুদের মাঝে উপহার বিতরণ করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফয়সল উদ্দিন।
শিশু উন্নয়ন প্রকল্প বান্দরবানের প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি পাকসিম বি. ত্বং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর সভাপতি পেকলিয়ান বম, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, শিশু উন্নয়ন প্রকল্প পরিচালনা কমিটির সদস্য ববি বড়ুয়া, সদস্য ঙুনচুয়ান বম, সদস্য কে রেমা, সমাজকর্মী বিনা সাতেক বম সহ নিবন্ধীত শিশু ও অভিভাবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) প্রকল্পের ২ শত ৯০ জন নিবন্ধীত শিশুদের মাঝে বালতি, ফ্লাস্ক, লোশন, কম্বল ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীর সুন্দর পৃথিবী গড়তে সকলকে শিশুদের প্রতি আরো যত্নবান হওয়ায় আহবান জানান।