
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে বান্দরবানে সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখা।
২৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের হলরুমে বান্দরবানের দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার সভাপতি রাজু কর্মকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামাচিং।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর বান্দরবান জেলা যুগ্ন আহবায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল কান্তি বিশ্বাসসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সনাতনী নারী ও পুরুষেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবানের ৯টি ওয়ার্ডের প্রায় ৪শত পরিবারের মাঝে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়।