বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বৈশাখী টেলিভিশনের ২০বছরে পদার্পণ উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টেলিভিশন অনুসন্ধানী ও দূর্নীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে। সর্বোপরি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক কেক কাটায় অংশ নেন উপস্থিত সকল অতিথিরা।