বাসুদেব বিশ্বাস, বান্দরবান: আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে,এরই পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে নির্মিত মাচাং ঘর ও সেমিপাকা ঘর পরিদর্শন করেছেন।
বুধবার (২ আগস্ট ) জেলা প্রশাসক এই মাচাং ঘর ও সেমিপাকা ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বান্দরবান সদর উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫১টি ঘর প্রদান করা হবে যার মধ্যে ৪২টি সেমিপাকা ও ৯টি মাচাং ঘর উদ্বোধন করা হবে।