
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে বর্ণিল আয়োজনে নানা আনুষ্ঠানিকতায় ইসলামপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) বান্দরবান অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন ক্রীড়া সাংবাদিক ও বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাশ,সাংবাদিক বাসুদেব বিশ্বাস প্রমূখ।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,ক্রীড়ার উন্নয়নে সকলকে আন্তরিক হতে হবে।কারণ এটি যুবসমাজকে সুস্থ ও কর্মঠ এবং সুশৃঙ্খল করে তোলে।সরকার,ক্রীড়া সংস্থা এবং জনসাধারণ সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারে।সুতরাং সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলার জন্য খেলাধুলা অপরিহার্য।যুবসমাজ কে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে ক্রীড়ার কোনও বিকল্প নাই।এদিন খেলায় কাশেম পাড়া স্পোর্টিং ক্লাব কে ৬-৪ গোলের ব্যবধানে পরাজিত করে তাকরিম একাদশ। নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্ট এ ৩২ টি দল অংশ নিচ্ছে।ইসলামপুর স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টজুড়ে সহযোগিতা করছে সেচ্ছাসেবী সংগঠন আনন্দ ফাউন্ডেশন।টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন টিম কে ২৫ হাজার এবং রানার্সআপ টিম কে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়ার ঘোষনা দিয়েছে আয়োজক ইসলামপুর স্পোর্টিং ক্লাব।এছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়রা পাবে বিশেষ পুরষ্কার।