বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “ জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পৌরসভার আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পৌরসভার প্রশাসক জাহিদ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ছালেহ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, উপ-সিভিল সার্জন ডা. আসাদুল্লাহসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের মঙ্গল বয়ে আসবে। তাই কোন প্রকার অবহেলা না করে যথাসময়ে জন্ম এবং মৃত্যু নিবন্ধন করতে সকলের সহযোগিতা করতে হবে।