
বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানের পুরাতন রাজবাড়ী এলাকায় গভীর রাতে বসতঘরে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে বোমাং সার্কেলের ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জেষ্ঠ্য পুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর তয় স্ত্রীর ২য় সন্তান এবং বর্তমান বোমাং রাজা উচপ্রু এর ছোট ভাই মংসাপ্রু লিখিত বক্তব্য পাঠ করেন এবং বলেন, আমি ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জেষ্ঠ্য পুত্রের তৃতীয় স্ত্রী এর ২য় সন্তান এবং বর্তমান বোমাং রাজা উচপ্রু আমার বড় ভাই হয়।
বান্দরবান সদরে পৌর এলাকায় ২৩০নং খতিয়ানের ৯ একর ৩৮ শতক পরিমান জায়গা আছে যা দলিলে ফ্যামিলি কমন প্রপার্টি হিসেবে উল্লেখ আছে। উক্ত প্রপার্টিজ জায়গা গুলো বোমাং সার্কেল চিফ কেয়ার টেকার হিসেবে রক্ষাণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।
প্রয়াত ১৪তম বোমাং রাজা উ মংশৈপ্রু চৌধুরী বেঁচে থাকাকালীন সময়ে ১৯৮০/৮১ সালে স্পষ্টভাবে লিখিত পত্র লিখে গেছেন যে, বোমাং রাজা পরিবারের ওয়ারিশগনরা এই জায়গায় বসাবসরত অবস্থান করতে পারবে। উক্ত প্রপার্টিজ বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের জায়গায় উপর ইতিমধ্যে বহিরাগত অজিত দাশের পরিবার এবং রাজপরিবারের কিছু সদস্য বসত বাড়ি নিমার্ণ করে বসবাস করে আসছে।
আমি বাংলাদেশে বর্ডার গার্ড অনারারী উপ পরিচালক কর্মরত পদ থেকে গত ২৫শে জুলাই ২০২৪ সালে অবসর গ্রহন করি। বান্দরবানে আমার নিজস্ব কোন ঘর বাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের উত্তরাধীকারি হিসেবে পরিত্যক্ত জায়গায় বসাবসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নিমার্ণ করি। ঘর নির্মাণের পর হতে আমাকে আমার চাচা, চাচাতো ভাই, মামাতো ভাইরা আমার নামে রাজার কাছে ও থানায় অভিযোগ করে এবং হুমকি প্রদান করে আসছেন। এর প্রেক্ষিতে বান্দরবান সদর থানায় একটা সালিশ বসা হয় সেখানে রাজ পরিবারের উত্তরাধীকারির যে কয়জন উপস্থিত ছিলেন চহ্লা প্রু জেমি, মংঙে প্রু, সাশৈ প্রু, সাচ প্রু (মংনু), টিমং প্রু ও রাজার অফিস সহকারী অংজাই খ্যাং। সেদিন সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো যে বিষয়টি রাজার উপস্থিতিতে এবং প্রত্যক্ষ তত্বাবধানে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মিমাংসা করা হবে।
কিন্তু গত ১০ মার্চ দিবাগত রাতে অনুমানিক ৪০-৫০জন বহিরাগত সন্ত্রাসী দা, করাত, লোহার রড, লাঠি নিয়ে আমার নিমির্ত বসত ঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভিডিও ফুটেজে যা প্রমান রয়েছে। এসময় তিনি এই হামলার তীব্র নিন্দা জানাই এর প্রশাসনেসর কাছে সুষ্ট বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জেষ্ঠ্য পুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর পুত্র সাথোয়াই প্রু, কন্যা মানুখয়, পুত্র ক্যথুই প্রু, পুত্র থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : ১০মার্চ ভোর রাতে অনুমানিক ৪০-৫০জন সন্ত্রাসী দা, করাত, লোহার রড, লাঠি নিয়ে বান্দরবানের পুরাতন রাজারমাঠে নিমার্ণাধীন একটি বাড়ীতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে দুর্বত্তরা, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।