বাসুদেব বিশ্বাস,বান্দরবান: “ সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মর্যাদা গড়ি সমতা ক্যাম্পেইন (১৬ দিনের কর্মসূচী) উপলক্ষে বান্দরবানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বিএনকেএস ও নারী যোগাযোগ কেন্দ্রের আয়োজনে ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের থোয়াইগ্য পাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী।
উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, ৬নং ওয়ার্ড সদস্য অংসাহ্লা মারমা, নারী যোগাযোগ কেন্দ্রের আহবায়ক নেমকিম বম, বিএনকেএস এর ফিন্যান্স ম্যানেজার ম্যাম্যাসিং, ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, প্রকল্প পরিচালক উবানু মারমা সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় উঠান বৈঠকে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা দুরীকরণ ও তাদের অধিকার সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির জন্য একটি নেটওর্য়াক তৈরী করতে হবে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার দেশের নারীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে এবং নারীদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।