বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরাবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের জামছড়ি ৮নং ওয়ার্ডের ৪৬ ও ৪৭ নং সীমান্ত পিলার দিয়ে মিয়ানমার এর অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছে এক বাংলাদেশী।
মাইন বিস্ফোরনে আহত মো.বেলাল (৩২) কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে বেলাল ও তার কয়েকজন সহকারী। এসময় মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে বেলালের এক পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক এ প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্ব্যত্বা নিশ্চিত করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান,সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে,তার পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রসঙ্গত: এর আগে ২অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়।