শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ১৫ নম্বর ইউনিয়নের পৈলারকান্দি গ্ৰামে (১৩ ডিসেম্বর) রোজ সোমবার সকাল ১১ টার সময় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর দিক-নির্দেশনায়।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই হুমায়ূন কবির, এএসআই টিপু মিত্রসহ সংগীয় ফোর্সের সহায়তায় ১৫ নম্বর পৈলারকান্দি গ্ৰামে (পাঁচ) ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে প্রায় (পনের শতাধিক) দেশীয় টেটা ,ফিকল,রামদা, ঢাল, ছুরফি, লাঠি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রশস্ত্র টেটা, ফিকল, রাম দা, ঢাল, ছুরফি, লাঠি উদ্ধার করা হয়। আসন্ন ইউ/পি নির্বাচনকে কেন্দ্র করে থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Drop your comments: