শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে গরু চুরি মামলার পলাতক আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
(৮ মার্চ) রোজ বুধবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শামছুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গরু চুরি মামলার পলাতক আসামী শশই উওর পাড়া (ইসলামপুর) বিজয় নগর থানার মোঃ নূরুল ইসলামের পুত্র মোঃ আল আমিন(৩৪)কে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
একই সময়ে এসআই (নিঃ) মোঃ ফজলুল হক সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বাগহাতা গ্ৰামের মোঃ আঃ নুর মোল্লার ছেলে শুকুর আলিকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।