শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের শরীফখানী গ্রামের সাবাজুর রহমান (৫০) এর গত- ০৮/১২/২০২১ খ্রিঃ তারিখ দিবাগত রাত্র অনুমান ১১.৩০ ঘটিকা হইতে পরদিন ০৯/১২/২০২১খ্রিঃ সকাল ০৬.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা চোরেরা গোয়ালঘরের তালা ভাঙ্গিয়া গোয়াল ঘরে প্রবেশ করিয়া ২টি গরু চুরি করে নিয়ে ১টি গাভী গরু বাড়ী হইতে অনুমান ২০০ গজ পূর্ব দিকের খালি জায়গায় জবাই করিয়া চামড়া রাখিয়া গরুর মাংসসহ অপর ষাড় গরু চুরি করিয়া নিয়া যায়।
উক্ত ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানায় নিয়মিত মামলা রুজু করিয়া অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন সাহেবের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত গরু চোর ১। শফিউল্লাহ প্রকাশ সুফি মিয়া (৪৯) পিতা- কিসমত উল্লা, সাং- তারাসই, অনুমান ০১.৩০ ঘটিকার সময়
২। মোহাম্মদ আলী (৩৫) পিতা- মৃত রফিক উল্লা, উভয়সাং- তারাসই, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে রাত্র অনুমান ০৩.২০ ঘটিকার সময় তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে আসামীগন বর্ণিত মামলার ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্ণিত চোরদের বিরুদ্ধে বানিয়াচং থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।